সাতক্ষীরায় নির্বাচনী বিধি মানছেন না প্রার্থীরা


প্রকাশিত: ১০:১২ এএম, ৩১ অক্টোবর ২০১৬

সাতক্ষীরায় নির্বাচনী আচরণ বিধি মানছেন না প্রার্থীরা। ভোট কেন্দ্রের ভেতর কিংবা বাইরে তারা প্রভাব বিস্তার ও ভোটগ্রহণের শেষ মূহূর্তেও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে টাকা দিয়ে ভোট কেনার সময় দেবহাটা উপজেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মিনু ও তার সহযোগীকে আটক করেছে র‌্যাব।

অন্যদিকে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ সরদারের লোকজন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সম মোরশেদ আলীর সমর্থিত ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেয়ার অভিযোগ এনে তিনি নির্বাচন বর্জন করেছেন।

তালার কুমিরা ইউনিয়ন পরিষদের বিএনপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা অভিযোগ করে জাগো নিউজকে বলেন, শেষ মুহূর্তেও ভোটারদের কেন্দ্রে যেতে বাধা ও পাড়ায় পাড়ায় ২০-৩০টি মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এখনো প্রচারণা চালাচ্ছেন তারা। এই ইউনিয়নের ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে অথচ শেষ মুহূর্তেও থামছেন না তারা।

তবে এসব অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট উল্লেখ করে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিএনপি প্রার্থী নিশ্চিত পরাজয় জেনে এমন ভিত্তিহীন অভিযোগ করছেন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন জাগো নিউজকে বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে এমন অভিযোগ তার কাছে নেই। নির্বাচন অবাধ ও শন্তিপূর্ণভাবে হচ্ছে।

আকরামুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।