ভারতীয় বানর নিয়ে বিপাকে বিজিবি


প্রকাশিত: ১০:৩৩ এএম, ৩১ অক্টোবর ২০১৬

ভারত থেকে আসা একটি বানর নিয়ে বিপাকে পড়েছেন নওগাঁর সাপাহারে সীমান্তবর্তী কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা। এলাকার লোকজন বানরটিকে উত্তেজিত করায় ক্ষিপ্ত হয়ে কয়েকজনকে কামড় দিয়েছে। বন বিভাগের কাছে বানরটি হস্তান্তর করতে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেয়া হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি তারা। এমতাবস্থায় বিবিজি ক্যাম্পে বানরটিকে নিয়ে ঝামেলায় পড়েছেন বিজিবি সদস্যরা।       

জানা গেছে, রোববার দুপুরে সীমান্তের বিজিবি ক্যাম্প সংলগ্ন কলমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামে ভারত থেকে এসে ওই এলাকায় আশ্রয় নেয় বানরটি। গ্রামের দুষ্ট প্রকৃতির কিছু ছেলে বানরটি দেখতে পেয়ে তাড়া করে। এ সময় মানুষের তাড়া খেয়ে ক্ষিপ্ত হয়ে কয়েকজনের হাতে-পায়ে কামড় দেয় বানরটি।

এরপর লোকজন বানরটি ধরে বস্তাবন্দি করে মেরে ফেলার উদ্দেশ্যে মারধর করতে থাকে। এ সময় বিজিবি সদস্যরা সংবাদ পেয়ে তাৎক্ষণিক বানরটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন।

ক্যাম্প কমান্ডার আজমল হোসেন জানান, বানরটি কোথায় থেকে এসেছে তা ঠিক করে বলা যাচ্ছে না। বাংলাদেশ বন্যপ্রাণি সংরক্ষণ আইনে এটিকে বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে। এ জন্য সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

কিন্তু উদ্ধার করার একদিন পার হলেও এখনো বানরটির খাবার-দাবার ও থাকার উপযুক্ত ব্যবস্থা করতে পারেননি বিজিবি সদস্যরা। বলা যায় বানরটিকে নিয়ে বিপাকে পড়েছেন তারা। সংবাদ পেয়ে ইতোমধ্যে বিজিবি-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী রেজা বানরটি দেখতে এসেছেন।

এ বিষয়ে থানা পুলিশর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলামের বলেন, বন বিভাগের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু এই পর্যন্ত বন বিভাগের পক্ষ থেকে কোন পদক্ষেপ না নেয়ায় বানরটি দুদিন ধরে কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পে রয়েছে।

বানরটিকে নিরাপদ আশ্রয়ে পাঠানোর জন্য বন্য প্রাণি সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

আব্বাস আলী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।