মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

জামিন আবেদন নামঞ্জুর করে কুমিল্ল­ার মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াছ পাটোয়ারীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম এ নির্দেশ প্রদান করেন। এর আগে ওই বিএনপি নেতা উচ্চ আদালত থেকে নেওয়া ৪ সপ্তাহের আগাম জামিনে মুক্ত ছিলেন। সোমবার ছিল উচ্চ আদালত থেকে নেওয়া ওই জামিনের শেষ দিন।

স্থানীয় সূত্র জানায়, গত বছরের ৩১ ডিসেম্বর রাতে মনোহরগঞ্জ উপজেলার বানঘর এলাকায় স্থানীয় ভাউপুর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মো. শাহ আলমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই যুবলীগ নেতার মা শাহেদা বেগম বাদী হয়ে গত ২ জানুয়ারি মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ পাটোয়ারীকে প্রধান আসামি করে বিএনপি- জামায়াতের ৬০ নেতাকর্মীর নামে মামলা করা হয়।

কুমিল্লা আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) মো. মুজিবুর রহমান মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ পাটোয়ারীকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা চেয়ারম্যানের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সুজন জানান, ইলিয়াছ পাটোয়ারী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে রাজনৈতিক উদ্দেশ্যেই এ মামলায় জড়ানো হয়েছে। আমরা এ বিষয়ে উচ্চ আদালতে আবেদন করবো।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।