শেরপুরে হত্যা মামলায় সহোদরের যাবজ্জীবন


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ০৩ নভেম্বর ২০১৬

শেরপুরে সাপমারী এলাকার হাবিবুর রহমান হত্যা মামলার রায়ে সহোদর ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোসলেহ উদ্দিন এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার সাপমারী গ্রামের ছাফেদ আলীর ছেলে এরশাদ আলী ও তার ভাই আনছার আলী।

আদালত সূত্রে জানা যায়, পূর্ব শক্রতার জের ধরে ২০০২ সালের ১৭ ফেব্রুয়ারি বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে দুই ভাই ধারালো অস্ত্র দিয়ে হাবিবুর রহমান মাস্টারের মাথায় আঘাত করে।

গুরুতর অবস্থায় উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নেয়ার পথে তার  মৃত্যু হয়। এ ঘটনায় ৯ জনকে আসামি করে নিহতের ভাই হুরমুজ আলী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানা পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শেষে সাতজনকে অভিযুক্ত করে ২০০৪ সালের ১৯ মে আদালতে চার্জশিট দাখিল করে।

১৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দুই সহোদর এরশাদ আলী ও ইনছান আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।

পাশাপাশি অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছাইদুল ইসলাম, শাপলা মিয়া, মুক্তার আলী, মিয়ার উদ্দিন ও ফারুক মিয়া নামে অপর ৫ জনকে বেকসুর খালাস দেয়া হয়।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুর রহমান রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

হাকিম বাবুল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।