শ্রীবরদীতে বিএনপির সভাপতি হাকিম সম্পাদক দুলাল


প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০৬ নভেম্বর ২০১৬

শেরপুরের শ্রীবরদী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির সভাপতি পদে সাবেক পৌর মেয়র আব্দুল হাকিম এবং সাধারণ সম্পাদক পদে আব্দুর রহিম দুলালকে পুনরায় নির্বাচিত করা হয়েছে।

রোববার শহরের খামাড়িয়া পাড়া এলাকায় বিএনপি নেতা আব্দুস সামাদ মিয়ার ধানের খোলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের বাইরে থেকে নেতাকর্মীরা ঝিমিয়ে পড়লেও দ্বি-বার্ষিক সম্মেলনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। আব্দুল হাকিম সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আব্দুর রহিম দুলালের নাম পুনরায় ঘোষণা করা হলে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফুটে উঠে। যদিও আব্দুল হাকিম গত পৌর নির্বাচনে হারার পর থেকে আমেরিকা প্রবাসী হয়েছেন। রোববার সম্মেলনে তিনি মোবাইল ফোনে আমেরিকা থেকে বক্তব্য দেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক আশিষ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন, ইমদাদ মাস্টার, আওয়াল চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান রুপন।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মাঝে বক্তব্য দেন বকসীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুজ্জামান মতিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান রূপন, উপজেলা ওলামা দলের সভাপতি ফরহাদ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি আবু হারিজ বাচ্চু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক অকুল, বিএনপি নেতা আনিসুর রহমান প্রমুখ।

হাকিম বাবুল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।