দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০৯ নভেম্বর ২০১৬

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার দিনের পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।
 
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল সোয়া ১১টার দিকে উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের কিষানবাজার সড়কে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল চালক প্রদীপ কুমার রায় (৩৫) ঘটনাস্থলে নিহত হন। প্রদীপ একই উপজেলার নুলাইবাড়ীর কানাইলালের ছেলে। ঘটনার পর ট্রাক্টরটি পালিয়ে যায়।

একইদিন বিকেল ৪টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার উত্তর গোবিন্দপুরে বিআরটিসির ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক জিল্লুর রহমান (৪৩) নিহত হন। জিল্লুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের সুবড়াগ্রামের আব্দুর রহিমের ছেলে। এ সময় ওই মহাসড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের বিষয়ে থানায় দুটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ দিমেক মর্গে পাঠানো হয়েছে।

এমদাদুল হক মিলন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।