ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা
বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সোনিয়া রানী হরিজন (৪০) শহরের চকসূত্রাপুর হরিজন কলোনীর রাজেশ হরিজনের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোনিয়া রানী হরিজন বেশ কিছুদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়। এরপর তাকে অনেকেই শহরের রাজাবাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন।
দুপুর আড়াইটার দিকে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় করতোয়া রেল ব্রীজের কাছে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সোনিয়া আত্মহত্যা করে। ঘটনার পরপরই নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়।
বগুড়া রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) মহিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এআরএ/এমএস