পাটকেলঘাটায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৩ নভেম্বর ২০১৬

সাতক্ষীরার পাটকেলঘাটার খলিশখালি ইউনিয়নে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় চোমরখালি গ্রামে এ ঘটনা ঘটে।

খলিশখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাফফর রহমান জানান, ঘোষ পাড়ার বিপ্র ঘোষের একমাত্র শিশুপুত্র অভিজিৎ ঘোষ (৩) সন্ধ্যা ৬টার দিকে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তার মরদেহ ভেসে উঠে। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আকরামুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।