সাতক্ষীরায় ২০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১৪ নভেম্বর ২০১৬

সাতক্ষীরার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

সাতক্ষীরা ৩৮-বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) সামছুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোমরা, ঝাউডাংগা, কাকডাংগা, মাদরা ও হিজলদী বিওপির সদস্যরা সীমান্তের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ভারতীয় ৪৩৫টি শাড়ি, ৭৫টি চাদর, ২২৬ জোড়া জুতা, ২৪৫ মিটার থান কাপড়, ২৩২ কেজি চা পাতা, ৭৫০ কেজি লবণ, ২৮০ কেজি সুপারি, ৩০০টি মেহেদী, ২ হাজার অনাগ্রা ট্যাবলেট ও ৫২৫ পিস বিভিন্ন প্রকারের ওষুধ জব্দ করা হয়।

এসব মালামালের মূল্য ২০ লাখ ৩২ হাজার ৯০০ টাকা। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টসমে জমা করা হয়েছে বলেও জানান পিআরও সামছুল আলম।

আকরামুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।