কুশখালি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


প্রকাশিত: ০৬:৩৬ এএম, ১৫ নভেম্বর ২০১৬
ফাইল ছবি

সাতক্ষীরার কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের আমুদিয়ায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। এ সময় আটক করে নিয়ে যাওয়া হয়েছে আরো এক গরু রাখালকে।
 
নিহত মোসলেম উদ্দীন সদর উপজেলার পাঁচরকি গ্রামের জোহর আলীর ছেলে। তবে বিজিবির পক্ষ থেকে এখনো নিহতের পরিচয় নিশ্চিত করা হয়নি।
 
বিজিবির কুশখালি বিওপি সুবেদার মোহাম্মদ আলি জানান, মঙ্গলবার ভোরে কয়েকজন চোরাচালানি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ তাদের চ্যালেঞ্জ করে গুলি ছোড়ে। এতে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আটক করা হয়েছে আরো একজনকে।

বিজিবির ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জানান, কুশখালি সীমান্তের বিপরীতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে আমুদিয়ায় মেইন পিলার ১১-এর সাব পিলার ৭-এর কাছে গুলির ঘটনা ঘটেছে- এমন খবর পাওয়া গেছে।

নিহত ব্যক্তি ভারত থেকে গরু নিয়ে আসছিল। তবে তিনি ভারতীয় না বাংলাদেশি নগরিক, বিষয়টি পরিষ্কার নয়। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

আকরামুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।