অশুভ শক্তি আর তাণ্ডব চালাতে পারবে না


প্রকাশিত: ১০:৪০ এএম, ১৫ নভেম্বর ২০১৬

একসময়ে জামায়াত-শিবিরের তাণ্ডবে অবরুদ্ধ সাতক্ষীরার মানুষ এখন স্বাভাবিকভাবে জীবনযাত্রা পরিচালনা করছে। নাশকতা সৃষ্টিকারীরা এখন বিঘ্ন সৃষ্টি করার সাহস পায় না। আগামীতেও কোন অশুভ শক্তি সাতক্ষীরার মাটিতে তাণ্ডব চালাতে পারবে না।

সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের রংপুর বিভাগের অতিরিক্ত ডিআইজি ও সাতাক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির এসব কথা বলেন।

এ সময় তিনি, আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার জন্য সাতক্ষীরার সর্বসাধারণকে ধন্যবাদ জানান। সাতক্ষীরা নিজের জন্মভূমি উল্লেখ করে অতিরিক্ত ডিআইজি বলেন, জীবনের শেষ মুহূর্তগুলো সাতক্ষীরার মাটি ও মানুষের সঙ্গে কাটাতে চাই।

মঙ্গলবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন, সিনিয়র সাংবাদিক আবু আহম্মেদ, কল্যাণ ব্যানার্জী, সুভাষ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সমাজসেবক আবুল কালাম বাবলা, অতিরিক্ত ডিআইজির স্ত্রী চৌধুরী নুরজাহান মঞ্জুর প্রমুখ।

এ সময় অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। শেষে অতিথিরা প্রেসক্লাবের নতুন হলরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আকরামুল ইসলাম/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।