শেরপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯ চেম্বার পরিচালক নির্বাচিত
শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) নির্বাচনে ১৯ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার রাতে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে তিনটি গ্রুপে ১৯ পরিচালক পদে ১৯টি মনোনয়নপত্র জমা পড়ায় অ্যাড. নারায়ন চন্দ্র হোড়ের নেতৃৃত্বে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশন তাদেরকে নির্বাচিত ঘোষণা করেন।
এতে করে চেম্বার সভাপতি পদে মো. মাছুদ এবং সিনিয়র সহ-সভাপতি পদে আলহাজ্ব মো. হায়দার আলী পুনরায় নির্বাচিত হতে যাচ্ছেন। এছাড়া মো. আরিফ হোসেন সহ-সভাপতি হচ্ছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
হাকিম বাবুল/এফএ/আরআইপি