ভাষাসৈনিক আব্দুল মোতালেব খান আর নেই


প্রকাশিত: ০২:২১ এএম, ২৮ নভেম্বর ২০১৬

ভাষাসৈনিক ডা. আব্দুল মোতালেব খান (৮৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
রোববার বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার বাহিরগোলা রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

রাত সাড়ে ১১টায় মরহুমের জামাতা মো. জাকির হোসেন বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ভাষাসৈনিক আব্দুল মোতালেব খান বার্ধক্যজনিত বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল মোতালেব খান সদর উপজেলার রানীগ্রাম মৌজার চিথুলিয়া গ্রামে ১৯৩০ সালের ১৬ মে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

১৯৫২ সালে ভাষা আন্দোলন চলাকালে তিনি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ওই সময় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তিনি। ৫২’র ২১ ফেব্রুয়ারি তিনি ভাষার দাবিতে ছাত্রদের মিছিলে নেতৃত্ব দেন।

এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি কেরানীগঞ্জের একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়। এক মাস জেল খাটার পর জামিনে মুক্ত হন তিনি। পরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেয় পাকিস্তানি সামরিক সরকার।

আব্দুল মোতালেব খান সিরাজগঞ্জে প্রথম প্রিন্টিং প্রেসের ব্যবসা শুরু করেন। এ ছাড়াও তিনি ১৯৯২ সালে সাপ্তাহিক হিন্দোল পত্রিকা সম্পাদনা শুরু করেন।

তিনি সিরাজগঞ্জ জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কবি, সাহিত্যিক, লেখক, সৈনিক, সাংবাদিক, প্রবীণ রাজনীতিবিদ ও চিকিৎসক হিসেবে তিনি সিরাজগঞ্জে বিশেষভাবে পরিচিত।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এনএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।