কলারোয়া পৌর মেয়র গ্রেফতার
সাতক্ষীরার কলারোয়া পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক গাজী আক্তারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১টার দিকে নাশকতা মামলায় কলারোয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি জামিনে রয়েছেন দাবি করলেও জামিনের কাগজপত্র দেখাতে পারেনি।
এছাড়া আক্তারুল প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা-মামলার অন্যতম আসামি।
আকরামুল ইসলাম/এফএ/এনএইচ/এমএস