স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আলোচনা নয় : বিরেণ শিকদার
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেণ শিকদার বলেছেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। যারা দেশকে অকার্য করতে চায়, বোমা মেরে সাধারণ মানুষকে মেরে ফেলে, দেশে জঙ্গিবাদ, মৌলবাদের উত্থান ঘটাতে ব্যস্ত তাদের সঙ্গে সংলাপ করে লাভ নেই। তাদের সঙ্গে আলোচনা মানে, দেশকে আরো বিপন্নতার মুখে ফেলে দেওয়া। কাজেই সেটি আমরা করতে পারি না।’
শনিবার দুপুরে রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু কমপ্লেক্সে স্থানীয় ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিরেন শিকদার বলেন, ‘একটি শ্রেণি মনে করে খালেদা জিয়া মানেই গণতন্ত্র। খালেদা জিয়া গণতন্ত্রের ধুয়ো তুলে মানুষ পুড়িয়ে মারছে, সন্ত্রাস সৃষ্টি করছে, মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার স্বাধীনতাকেও হরণ করছে। তারপরেও সেটিই ওই শ্রেণির কাছে গণতন্ত্রের অংশ বলে তারা মনে করছে। এটি কী ধরনের গণতন্ত্র, তা দেশবাসীসহ গোটা বিশ্বই জানে। কাজেই এই অপগণতন্ত্রের নামে দেশকে যারা অস্থিতিশীল করতে চাই, তাদেরও ছাড় দেওয়া হবে না।’
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, বাগমারা উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, ভবানীগঞ্জ বণিক সমিতির সভাপতি জাহাঙ্গির আলম হেলাল, সাধারণ সম্পাদক আবু তালেব প্রমুখ।
বিকেলে বাগমারা উপজেলার ১২০টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সালেহা ইমারত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মন্ত্রী বিরেন শিকদার।
এমএএস/পিআর