উল্লাপাড়ায় নারীকে জবাই করে হত্যা


প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৪ ডিসেম্বর ২০১৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অজ্ঞাতনামা (৩০) এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। ফসলি জমি থেকে অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে উপজেলার বামনগ্রাম গ্রামের পাশে ফসলি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল সোমবার সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সবুজ হোসেন।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক এ তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার নারীর বয়স ৩০-৩২ বছর হবে। তার পরনে হলুদ রঙয়ের কামিজ, লাল রঙয়ের সালোয়ার এবং কালো বোরকা রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে অন্য কোন এলাকা থেকে তুলে এনে বামনগ্রাম গ্রামের ফসলি জমিতে জবাই করে হত্যা করে ঘাতকরা। মরদেহ আগামীকাল সোমবার ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় উল্লাপাড়া থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।