সেই ডিসি বললেন ‘তাতে আপনার সমস্যা কী’
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের সময় গুলির ঘটনায় তদন্ত প্রতিবেদনে সাঁওতালদের ‘বাঙালি দুষ্কৃতকারী’ বলায় জেলা প্রশাসক (ডিসি) আবদুস সামাদকে তলব করেছেন হাইকোর্ট।
এ বিষয়ে ডিসির বক্তব্য জানতে ফোন দিলে ডিসি বলেন, ‘তাতে আপনার সমস্যা কী? জেলা প্রশাসকের বক্তব্য জানতে যায়যায়দিন ও জাগো নিউজের গাইবান্ধা প্রতিনিধি জেলা প্রশাসককে মঙ্গলবার বিকেলে ফোন করেন।
প্রথমে সালাম দিয়ে স্যার সম্বোধন করে সাংবাদিক কথাটি বলতে না বলতেই তিনি বলেন, ‘তাতে আপনার সমস্যা কী?’
হাইকোর্টের তলব বিষয়ে আপনার বক্তব্য প্রয়োজন কথাটি ডিসিকে জানালে তিনি বলেন, ‘কোর্টের বিষয়ে কােনো বক্তব্য নেই। এ বলে ফোন কেটে দেন তিনি।’
প্রসঙ্গত, গাইবান্ধার ঘটনা নিয়ে তদন্ত প্রতিবেদনে উল্লেখ একটি বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়ে গাইবান্ধার জেলা প্রশাসককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১২ ডিসেম্বর তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
সাঁওতালদের করা রিটের শুনানিতে মঙ্গলবার ডিসির ওই বক্তব্য আদালতের নজরে আনা হলে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জিল্লুর রহমান পলাশ/এএম