এমপির ডিও লেটার জাল করে চাকরির সুপারিশ
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিলাত মুন্নার সরকারি চাহিদাপত্র (ডিও লেটার) ও স্বাক্ষর জালিয়াতির ঘটনা ঘটেছে। ডিও লেটার ও সংসদ সদস্যদের স্বাক্ষর জাল করে ‘উপ-সহকারী কৃষি কর্মকর্তা’ পদে চাকরির সুপারিশ করে কৃষিমন্ত্রী বরাবর পাঠানো হয়েছে।
গত ২৫ নভেম্বর সিরাজগঞ্জ সদর উপজেলার আব্দুল মান্নানের ছেলে সালাউদ্দিন মিয়া কৃষি মন্ত্রণালয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আগে এই জাল ডিও লেটারটি তার নিজ নামে কৃষিমন্ত্রী বরাবর পাঠান।
কৃষিমন্ত্রী বরাবর পাঠানো জাল ডিও লেটার সূত্রে জানা যায়, সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের অধীন ‘উপ-সহকারী কৃষি কর্মকর্তা’ পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত তারিখ ছিল ১ নভেম্বর।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সিরাজগঞ্জ সদর উপজেলার আব্দুল মান্নান ও সেলিনা বেগমের ছেলে সালাউদ্দিন মিয়া নামে এক যুবক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। যার রোল নম্বর ২১৪৪৭। কিন্তু এই পরীক্ষার আগেই সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিলাত মুন্নার জাল সরকারি চাহিদাপত্র (ডিও লেটার) তৈরি করে ওই যুবক।
জালিয়াতি করা ডিও লেটারে নিজেকে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও এই সংসদ সদস্যের পরিচিত হিসেবে উল্লেখ করে কৃষিমন্ত্রী ও কৃষি সচিব বরাবর ‘উপ-সহকারী কৃষি কর্মকর্তা’ পদে চাকরির জন্য জোর সুপারিশ করে পাঠানো হয়। পরে সুপারিশের বিষয়টি কৃষি মন্ত্রণালয় থেকে আলহাজ অধ্যাপক ডা. মো. হাবিবে মিলাত মুন্নাকে অবগত করা হলে তিনি পরীক্ষা করে ডিও লেটারটিকে জাল হিসেবে নিশ্চিত করেন।
এই ধরনের জালিয়াতি বন্ধে ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ও জেলা জজ আদালতের এপিপি ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কায়সার হামিদ লিটনকে নির্দেশ দেন সংসদ সদস্য হাবিবে মিলাত মুন্না।
এ বিষয়ে অ্যাড. কায়সার হামিদ লিটন জানান, সংসদ সদস্য মহোদয়ের নির্দেশ ও জাল ডিও লেটারের কপি পাওয়ার পর সিনিয়র আইনজীবীদের সঙ্গে পরামর্শের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
ডিও লেটার জাল করার বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে হাবিবে মিলাত মুন্না বলেন, এ ধরনের জালিয়াতি কিছুতেই মেনে নেয়া হবে না। আগামী দিনে কেউ যেন এই ধরনের জালিয়াতি না করে সেজন্য জালিয়াত চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/আরআইপি