মাটির নিচে গুড় তৈরি কারখানার সন্ধান
রাজশাহীর চারঘাটে এবার মিললো মাটির নিচে গোপন ঘর। সেই ঘরেই গোপনে তৈরি করা হতো নিম্নমানের চিটা বা লালি গুড়। যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। মঙ্গলবার উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের পান্নাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই ঘরের সন্ধান পায় ভ্রাম্যমাণ আদালত। এসময় চিটা গুড় ফ্যাক্টরীর মালিক আড়ানী চক সিংগা গ্রামের নায়েব আলীকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে নায়েবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানায় প্রায় ২০০মণ চিটা লালি গুড় পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের কেমিকেল ব্যবহার করে চকচকে সাদা গুড় তৈরী করা হতো। পরে ওই ফ্যাক্টরীর সব গুড় ধ্বংস করা হয়েছে বলে তিনি জানান।
এসএইচএ/আরআইপি