বরিশালে দ্রুত নামছে পানির স্তর


প্রকাশিত: ০৪:১৬ এএম, ১৪ মার্চ ২০১৫

বরিশালে গভীর নলকূপ বসানোর অনুমতি না থাকলেও সেখানে গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে। তাই ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। এ তথ্য জানিয়েছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

তারপরও ইচ্ছামত তোলা হচ্ছে ভূগর্ভস্থ পানি। যত্রতত্র বসানো হচ্ছে গভীর নলকূপ। এ অবস্থা চলতে থাকলে পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বরিশাল নগরীর বিভিন্ন স্থানে নিজস্ব পানির মজুদ নিশ্চিত করতে এ ব্যবস্থা নেয়া হচ্ছে। মাটির গভীর স্তর থেকে নিজেদের প্রয়োজনে কোনরকম বিবেচনা ছাড়াই গভীর নলকূপ বসানো হচ্ছে।  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, গত ৫ বছরে নগরীতে সর্বোচ্চ ১৬ ফুট ও নগরীর বাইরে ৬ ফুট পর্যন্ত নিচে নেমে গেছে পানির স্তর।

 বরিশাল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএম সহিদুল ইসলাম বলেন, পানির স্তর নিচে নেমে যাওয়ার বিষয়টি  আমাদের জন্য ক্ষতিকর ও উদ্বেগজনক খবর। বরিশাল অঞ্চলে দিন দিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে।`

তবে নগরীর যে এলাকায় সিটি করপোরেশন পানি সরবরাহ করে সেখানে গভীর নলকূপ বসানোর কোন অনুমতি নেই বলে জানান মেয়র।

বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল বলেন, `শহরে পানির স্তর অনেক নিচে নেমে গেছে। সেজন্য যেখানে পানির লাইন আছে সেখানে কোনও নলকূপ বসানোর অনুমতি দিচ্ছি না।`

বরিশাল নগরীতে গভীর নলকূপ প্রবণতা দিনকে দিন বাড়ছে। নগরে হোল্ডিং সংখ্যা ৪২ হাজার। প্রায় সাড়ে তিন হাজারেরও বেশী  গভীর নলকূপ বসানো হচ্ছে।

এমজেড/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।