খানসামায় পুলিশি অভিযানে আটক ৫


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ০৮ জানুয়ারি ২০১৭

দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনরত নেতা ও সমর্থকদের বাড়িতে  অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- রাকেশ গুহ, আব্দুল লতিফ রানা, সোলজার রহমান, রফিক রহমান ও আতাউর রহমান। এরা সবাই খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণ বাস্তবায়ন কমিটির সদস্য।

খানসামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান ওই পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে চলমান আন্দোলনের কর্মসূচি অনুযায়ী রোববার সকাল ৬টা  থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল আহ্বান করে আন্দোলনকারীরা।

এমদাদুল হক মিলন/আরএআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।