খানসামায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ


প্রকাশিত: ১০:৩৮ এএম, ০৮ জানুয়ারি ২০১৭

দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে খানসামা উপজেলায় ডাকা আধা বেলা হরতালের শেষ সময় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ণ হয়েছে। সংঘর্ষে পাঁচ পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে জাতীয়করণ বাস্তবায়ন কমিটি রোববার আধা বেলা হরতালের ডাক দেয়। হরতালের আগের রাতে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজন জাতীয়করণ বাস্তবায়ন কমিটির সদস্যকে আটক করে। এ খবর সকালে ছড়িয়ে পড়লে হরতাল সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হরতালকারীরা দফায় দফায় মিছিল বের করে।

দুপুর ১২টার দিকে হরতাল সমর্থকরা মিছিল নিয়ে থানার সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় মিছিলের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। ঘণ্টাব্যাপী চলা পুলিশ আন্দোলনকারীদের সংঘর্ষে এক এএসআই ও ৪  পুলিশ সদস্যসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের খানসামা পাকের হাট হাসপাতালে ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলেজ জাতীয়করণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হাতেম জানান, হরতাল শেষে আন্দোলনকারীদের একটি শান্তিপূর্ণ মিছিল থানা অতিক্রম করে বাংলালিঙ্ক মোড় অতিক্রম করার সময় পুলিশ মিছিলে হামলা চালায়। এতে কমপক্ষে ২০ জন আন্দোলনকারী আহত হয়েছেন।

তিনি জানান, পুলিশ তার বাড়িসহ বানীয়াপাড়া এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। হরতাল পরর্বতী ঘটনার জন্য পুলিশকে দায়ী করেন এই আওয়ামী লীগ নেতা।

দিনাজপুর বীরগঞ্জ সার্কেলের এএসপি সুজন সরকার রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের কথা স্বীকার করে জানান, এই ঘটনায় পুলিশের এক এএসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

এমদাদুল হক মিলন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।