দিনাজপুরে গবাদি পশুর জন্য শীতবস্ত্র বিতরণ


প্রকাশিত: ১০:৫৩ এএম, ১০ জানুয়ারি ২০১৭

দিনাজপুরে ১৫০টি গবাদি পশুর জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সোসাইটি ফর লাইভস্টক ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ (BSLWR) ও ভেটেরিনারি অ্যান্ড এ্যানিমেল সায়েন্স অনুষদ হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের চাঁদগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ফর লাইভস্টক ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ এর সভাপতি প্রফেসর ডা. এস এম হারুন-উর রশীদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোসাইটি ফর লাইভস্টক ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের সাধারণ সম্পাদক ড. খালেদ হোসেনসহ প্রফেসর ড. মো. ফারুক ইসলাম, ড. মো. আজিজুল হক, ডা. মিসরাত মাসুমা পারভেজ, ডা. মো. হোসনে মোবারক মিঠু, ডা. মো. আসুদুজ্জামান জেমি প্রমুখ।

এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।