জয়পুরহাটে নতুন সড়কের কার্পেটিং কাজের শুভ উদ্বোধন


প্রকাশিত: ০২:২২ পিএম, ২১ মার্চ ২০১৫

জয়পুরহাট পৌরসভার সিমেন্ট ফ্যাক্টরি ১নং গেট থেকে তেঘর রেলগেট পর্যন্ত নতুন সড়কের কার্পেটিং কাজের মোড়ক উন্মোচন ও শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে শান্তিনগর স্কুল মাঠে এ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট পৌরসভার মেয়র আব্দুল আজিজ মোল্লা। প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন ও শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড ও জয়পুরহাট পৌরসভার যৌথ অর্থায়নে এক কোটি ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো  খোরশেদ আলম, পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক, অধ্যক্ষ খাজা শামছুল আলম, অ্যাড নৃপেন্দ্র নাথ মন্ডল পিপি ,আওয়ামী লীগ নেতা গোলাম হাক্কানী  প্রমুখ।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।