এবার রাজশাহীর ভাটা মালিকদের ইট বিক্রি বন্ধ


প্রকাশিত: ০৩:০২ পিএম, ২৬ জানুয়ারি ২০১৭

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রেক্ষিতে এবার বন্ধ রয়েছে রাজশাহীর ইটভাটায় ইট বিক্রি। গত মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে এ কার্যক্রম।

এর আগের দিন বিশেষ অভিযান চালিয়ে ছয়টি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বিএনটিআইয়ের ভাষায়, তাদের অনুমোদন ছাড়াই ক্লে-ব্রিকস (ইট) উৎপাদন করছিল ইটভাটাগুলো।

গত ২৩ জানুয়ারি চালানো অভিযানে, কমলাপুরের মেসার্স এমআর ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স এমআর ব্রিকসকে-১ দুই লাখ টাকা এবং মেসার্স এমআর ব্রিকসকে-২ এক লাখ টাকা, মেসার্স এমএসএ ব্রিকসকে দুই লাখ টাকা, মেসার্স এমএনআই ব্রিকসকে দুই লাখ টাকা এবং উজিরপুরের বাংলাভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। বিশেষ অভিযানে নেতৃত্ব দেন, র‌্যার সদর দফতরের আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তবে  বৈধ কাগজপত্র থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্নভাবে তারা হয়রানি হচ্ছেন বলে অভিযোগ করেছেন রাজশাহীর ইটভাটা মালিক সমিতির সভাপতি সাদরুল ইসলাম।

তিনি বলেন, বিভিন্ন শর্ত মেনে ইটভাটা চলছে। এছাড়া দেয়া হয় বিপুল পরিমাণ রাজস্ব। তারপরও হয়রানির শিকার হচ্ছেন ভাটা মালিকরা।

বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত ইট বিক্রি বন্ধ রাখবেন বলে জানান সাদরুল ইসলাম। এ নিয়ে শিগগিরই জেলা প্রশাসকের সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে।

এদিকে, দীর্ঘদিনের অভিযোগ, রাজশাহী অঞ্চলে লোকালয়ে গড়ে উঠেছে অধিকাংশ ইটভাটা। এগুলোর আবার বেশিরভাগেরই নেই পরিবেশ ছাড়পত্র। নেই নিবন্ধনও। এসব ইটভাটার মারাত্মক দুষণে পরিবেশ।

বিশেষ করে এ অঞ্চলের আম চাষিরা পড়েন ফলন বিপর্যয়ে। অবৈধ তালিকায় রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দুই শতাধিক ইটভাটা। অভিযোগ রয়েছে, মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার হলেও অবৈধ ইটভাটাগুলো চলছে বহাল তবিয়তে।

রাজশাহী জেলা ইটভাটা মালিক সমিতির হিসাবে, জেলায় ১৪০টির মতো ইটভাটা রয়েছে। এর মধ্যে পরিবেশ ছাড়পত্র রয়েছে মাত্র কয়েকটির। তবে নিবন্ধন রয়েছে প্রায় ৫০টির মতো।

কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর বলছে, রাজশাহীতে ৪২টি এবং চাঁপাইনবাবগঞ্জে ৬টি বৈধ ভাটা রয়েছে। কৃষকদের নানা প্রলোভন দেখিয়ে উর্বর কৃষি জমি লিজ নিয়ে ইটভাটা স্থাপন করছেন মালিকরা। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী, লাইসেন্স গ্রহণ ছাড়া ইটভাটায় ইট প্রস্তুত করলে এক বছরের কারাদণ্ড অথবা তার অধিক এক লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

এদিকে, ২০১৫-২০১৬ অর্থবছরে ১২৪ ইটভাটায় তিন কোটি সাড়ে ৮৬ লাখ টাকা ভ্যাট আদায় করেছে কর্তৃপক্ষ। যুদিও লক্ষ্যমাত্রা ছিল প্রায় পাঁচ কোটি টাকা। এর আগে ২০১৪-২০১৫ অর্থবছরে ১১৮টি ইটভাটা থেকে আদায় হয়েছে আড়াই কোটি টাকার ওপরে।

উল্লেখ্য, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরের পর থেকে বুধবার বিকেল ৪টা পর্যন্ত ধর্মঘট পালন করে রাজশাহী বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মালিকরা। চরম অনিয়ম ও অব্যবস্থাপনা পাওয়ায় চারটি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রেকে আট লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এর পরপরই রোগীদের বের করে দিয়ে ধর্মঘট শুরু করেন মালিকরা। জেলা প্রশাসনের আশ্বাসে আবারও সেবা কার্যক্রমে ফিরে যান তারা। এর মধ্যে আবার শুরু হয়েছে ইটভাটা মালিকদের ধর্মঘট।  

ফেরদৌস সিদ্দিকী/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।