১৫ দিন পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু


প্রকাশিত: ১১:১৯ এএম, ২৯ জানুয়ারি ২০১৭

টানা ১৫ দিন বন্ধ থাকার পর জামালপুরে যমুনা সার কারখানার উৎপাদন শুরু করা হয়েছে। যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে রোববার দুপুর ২টা থেকে সার উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ।

যমুনা সার কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মাহবুবা সুলতানা জানান, ১৪ জানুয়ারি বিকেলে যমুনা সার কারখানার ইউটিলিটি বয়লার এবং অ্যামোনিয়া প্লান্টে লিকেজ দেখা দেয়ায় গ্যাসের চাপ কমে যায়। এতে সার উৎপাদন ব্যাহত হলে ওই দিন রাত ১টার সময় কারখানায় সার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছিল।

প্রায় দুই সপ্তাহ কারখানার যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে রোববার দুপুর ২টা থেকে পুনরায় সার উৎপাদন শুরু হয়েছে।  

শুভ্র মেহেদী/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।