ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭

পারিবারিক কলহের জেরে রাসেদুল ইসলাম (৫০) নামের এক ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

এ ঘটনায় পুলিশ রাসেদুলের স্ত্রী ফেরদৌসী বেগমকে (৪০) গ্রেফতার করেছে। এ ঘটনায় রাসেদুলের চাচাতো ভাই আবদুল করিম বাদী হয়ে সোমবার দুপুরে একটি মামলা করেছেন। আহত রাসেদুল মালয়েশিয়া প্রবাসী। তিন মাস আগে তিনি গ্রামের বাড়িতে ফিরেছেন।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পৌর শহরের বালিজুড়ি এলাকার পণ্ডিত পাড়ায় গতকাল রোববার রাত ১১টার দিকে এ ঘটনায় ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেদুল দশ বছর ধরে মালয়েশিয়াপ্রবাসী ছিলেন। গত নভেম্বর মাসে তিনি গ্রামের বাড়িতে আসেন। বিদেশে থাকাকালীন স্ত্রীর কাছে পাঠানো টাকার হিসাব চান তিনি। টাকার হিসাব দিতে না পারায় প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লাগত।

গতকাল রাতে এ নিয়ে দুজনের আবারও ঝগড়া হয়। পরে রাসেদুল ঘুমিয়ে পড়লে স্ত্রী ফেরদৌসী ব্লেড দিয়ে তার গোপনাঙ্গ কাটার চেষ্টা করেন। এ সময় স্বামীর চিৎকারে আশপাশের লোকজন রাসেদুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতেই ফেরদৌসী বেগমকে গ্রেফতার করে পুলিশ।

জামালপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক চিকিৎসক ফেরদৌস হাসান বলেন, রাসেদুলের গোপনাঙ্গের প্রায় তিন ভাগ কাটা গেছে। অস্ত্রোপচার করে তা জোড়া লাগানো হবে।

মাদারগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, রাসেদুল-ফেরদৌসী দম্পতির কোনো ছেলে নেই। তাদের তিনটি মেয়ে আছে। বিদেশে থাকা অবস্থায় স্ত্রীর কাছে পাঠানো টাকার হিসাব ও কিছু টাকা চাওয়ায় দুজনের মধ্যে কলহ লাগে। এর জেরেই রাসেদুলের স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন। অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।