ছাত্রদের পিঠে নেতা : মামলার পর মিছিলে হামলা


প্রকাশিত: ০৬:২৪ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৭

চাঁদপুরের হাইমচরে পদ্মাসেতুর নামে ছাত্রদের পিঠের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীর সন্ত্রাসীবাহিনী।

পরে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীর বিচারের দাবিতে এলাকাবাসী এ বিক্ষোভ মিছিল বের করে।

তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে হাইমচর খানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জাগো নিউজকে জানান।

এর আগে, বুধবার রাতে নীলকমল ওচমানিয়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের অভিভাবক কাদের মুন্সি বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন, ওই স্কুলের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি হুমায়ূন পাটওয়ারী, সদস্য মুনসুর আহমেদ ও এম এ বাশার।

ইকরাম চৌধুরী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।