চাঁদপুরে মানবসেতুর ঘটনায় বিক্ষোভ, আ.লীগ অফিস ভাঙচুর


প্রকাশিত: ১০:৪১ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৭

চাঁদপুরের হাইমচরে পদ্মা সেতুর নামে ছাত্রদের পিঠের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে আলগী বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া প্যাদা ও আলগী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জলিল মাস্টার। মানববন্ধনের আগে বিক্ষুব্ধ এলাকাবাসী আওয়ামী লীগ কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জাগো নিউজকে জানান, মানববন্ধনের আগে নূর হোসেন পাটোয়ারী ও শাহজাহান মিয়া এবং আবদুল জলিল মাস্টারের সমর্থকরা ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এ সময় দুই পক্ষ ইটপাটকেল ছোড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাইমচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহাবুবুর রহমান জাগো নিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

ইকরাম চৌধুরী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।