বন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

টাঙ্গাইলের সখীপুরে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার ইছাদিঘী আতিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহতদের মধ্যে তিনজনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ সখীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা যায়, উপজেলার হতেয়া রেঞ্জের কালিদাস বিটের আওতাধীন ইছাদিঘী আতিয়া পাড়া গ্রামের দুই সহোদর মোতালেব হোসেন ও মোজাম্মেল হক বাড়ির পাশে পোল্ট্রি খামারের জন্য দু’টি ঘর তোলে।

খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কালিদাস বিট কর্মকর্তা সিরাজুল ইসলাম তার সহকর্মীদের নিয়ে ওই ঘর ভাঙতে শুরু করেন।

এ সময় খামারের মালিক ও তার লোকজন বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

একপর্যায়ে এলাকার লোকজন বিট কর্মকর্তা ও তিন বন প্রহরীকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

সংঘর্ষে খামার মালিক মোজাম্মেল হক (৩২), মোতালেব হোসেন (২৮), মা মমতা বেগম (৬০), বোন সাজেদা আক্তার (৩৮) প্রতিবেশী বিল্লাল হোসেন (৩৫) ও দুলাল মিয়া (৪৫) আহত হন। এদের মধ্যে গুরুতর আহত বিল্লাল, মমতা বেগম, সাজেদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, কালিদাস বিট কর্মকর্তা সিরাজুল ইসলাম (৪৫), বন প্রহরী মজিবর রহমান (৫০), তোফাজ্জল (৩৮) ও সিরাজ খান (৩৫) আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, খবর পেয়ে বিট কর্মকর্তাসহ অন্যদের উদ্ধার করা হয়। দুইপক্ষই অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।