মির্জাপুরে শাশুড়ি হত্যায় ছেলের বউ আটক
টাঙ্গাইলের মির্জাপুরে শাশুড়ি রহিমা বেগম খুনের ঘটনায় ছেলের বউ কোকিলাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কোকিলার বড় ভাই রোকন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল শনিবার টাঙ্গাইল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ সামিদুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মুন্সি শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ছাতিহাটি বাজার থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ এ ঘটনায় নিহতের ছেলের বউ রোকনের ছোট বোন কোকিলাকে শনিবার রাতে আটক করেছেন বলে জানা গেছে।
রোকনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও কোকিলার সঙ্গে কথা বলে জানা গেছে, রোকন বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের তিরঞ্চ গ্রামের আজাহার মিয়ার ছেলে। নিহত রহিমা বেগম রোকনের বড় খালা।
দুই বছর আগে খালাতো ভাই মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের সাটিয়াচড়া গ্রামের ওয়াসিমের সঙ্গে সম্পর্ক করে ছোট বোন কোকিলা বিয়ে করেন। খালা তাদের বিয়ে ভালোভাবে মেনে নেয়নি। বিয়ের পর থেকেই খালা ও খালাতো বোন চায়না বেগম তার বোন কোকিলাকে নানাভাবে অত্যাচার নির্যাতন করে।
১২ জানুয়ারি বোন কোকিলা ভাইকে ফোনে নির্যাতনের কথা বলে এবং তার শাশুড়িকে হত্যা না করলে বোন আত্মহত্যার হুমকি দেন। বোনকে নির্যাতনের কথা শুনে রোকন, বড় ভাই রুজভেল ও ছোট ভাই টিটু ওই দিন বাসাইল থেকে মির্জাপুরে খালার বাড়িতে আসেন।
রাতে খালা রহিমা বেগম ঘুমিয়ে পড়লে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর মরদেহ ফেলে রাতেই বাসাইল চলে যান তারা।
১৩ জানুয়ারি ছেলের বউ ও মেয়ে চায়না বেগম থানায় উপস্থিত হয়ে রহিমা বেগম নিজ বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন বলে সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের ১১ দিন পর ২৩ জানুয়ারি রহিমা বেগমের অর্ধগলিত মরদেহ বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মরিরুজ্জামান মুন্সী বলেন, রোকনকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক শেখ সামিদুলের কাছে রোকন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পরে রোকনকে জেল হাজতে পাঠানো হয়। বোন কোকিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাছাড়া অন্য দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এস এম এরশাদ/এএম/আরআইপি