আমতলীতে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ১৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১১ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

বরগুনার আমতলীতে মাহেন্দ্র ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার রাতে আমতলী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হানিফ বাদী হয়ে আমতলী থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় ৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। আর গ্রেফতার দেখানো হয়েছে ১৭ জনকে।

আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যাহ জানান, পুলিশের কাজে বাধা, পুলিশের গাড়ি ভাঙচুর এবং অন্যায়ভাবে সড়ক অবরোধের অভিযোগে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আটক ১৭ জনকে বঙ্গলবার আমতলী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে। আর বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এর আগে সোমবার সকালে বরগুনার আমতলীতে মাহেন্দ্র ও বাস শ্রমিকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে সাত পুলিশ সদস্যসহ আহত হন অন্তত ২০ জন। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানসহ একাধিক গাড়ি ভাঙচুর করে উভয় পক্ষের শ্রমিকরা। সংঘর্ষ চলাকালে প্রায় দুই ঘণ্টা বরিশাল-কুয়াকাটা মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে।

সাইফুল ইসলাম মিরাজ/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।