পার্বতীপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করেছে সুুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।
বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান বলেন, পার্বতীপুর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম স্থগিত রাখার পত্র পেয়েছি।
গত ১০ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান ফারুকীর স্বারকের মাধ্যমে পার্বতীপুর উপজেলার মুক্তিযোদ্ধা যাছাই-বাছাই কমিটির কার্যক্রম স্থগিত রাখার পত্র পাঠানো হয়।
পার্বতীপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের পক্ষে রিট করেন অ্যাডভকেট আব্দুল হাই। শুনানি শেষে গত ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।
অ্যাডভকেট আব্দুল হাই জানান, প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই নির্দেশিকা অনুসারে উপজেলায় গঠিত কমিটিতে উপজেলা কমান্ডার হিসেবে তাকে সদস্য পদে নিয়োগ দেয়া হয়নি। কমান্ডার থাকা অবস্থায় তাকে যাচাই-বাছাই কমিঠিতে না রাখা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে তিন মাসের মধ্যে রুলের জবাব দিতে আদালত নির্দেশ দেন।
ইতোমধ্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পার্বতীপুর পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কাজ শেষ হয়। বাকি তিনটি ইউনিয়নের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই বাকি রয়েছে।
এমদাদুল হক মিলন/এএম/জেআইএম