দিনাজপুরে দেড় কোটি টাকার মূর্তি উদ্ধার


প্রকাশিত: ১২:২৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৩টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব-১৩-এর সদস্যরা। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়।

শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেতাবগঞ্জ পৌর এলাকার মৃত আব্দুল শুকুরের ছেলে জহুরুল ইসলামের ঘরে চটের বস্তা থেকে এসব মূর্তি উদ্ধার করে র্যাব।

গ্রেফতাররা হলেন, জহুরুল ইসলাম (৬৭), রতনদা গ্রামের ভোলা চন্দ্র দাসের ছেলে বাবুল চন্দ্র দাস (৪৭) ও তার ছেলে কান্ত চন্দ্র দাস (২৭) এবং গোপালপুর গ্রামের মৃত শকুর মোহাম্মদের ছেলে নজরুল ইসলাম (৩৬)।

উদ্ধারকৃত মূর্তি ৩টির মধ্যে কষ্টি পাথরের বিষ্ণু ও লক্ষী মূর্তি ২টি রয়েছে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা ও অপর একটি লক্ষী মূর্তির মূল্য ৫ লাখ টাকা।

এ ব্যাপারে র্যাবের ডিএডি একরামুল হক বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমদাদুল হক মিলন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।