মাদক ব্যবসায়ীদের হামলায় এএসআইসহ আহত ২


প্রকাশিত: ১০:১৮ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের এক এএসআইসহ দুইজন আহত হয়েছেন।

আহতরা হলেন, দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এএসআই মতিয়ার রহমান (৪৩) ও পার্বতীপুর উপজেলার গুলশাননগর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।

সোমবার সকাল সাড়ে ৯টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির মহেষপুর নছরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামিরা হলেন, মহেষপুর নছরপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আবু ও আইয়ুব আলীর ছেলে রাশেদুল ওরফে বাশেদুল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দিনাজপুরের পরিদর্শক গোলাম রব্বানী জানান, উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার নেতৃত্বে শিবনগরের মহেষপুরে মাদকবিরোধী অভিযান চালানো হয়।

এ সময় মাদক ব্যবসায়ী আব্দুল লতিবের ছেলে আবু ও আইয়ুব আলীর ছেলে রাশেদুল ধারাল অস্ত্র দিয়ে পুলিশের এএসআই মতিয়ার রহমান ও শরিফুল ইসলামের ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। পরে আবু ও রাশেদুলের বাড়ি তল্লাশি করে ৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দিনাজপুরের পরিদর্শক গোলাম রব্বানী এবং এসআই আব্দুল মান্নান বাদী হয়ে ফুলবাড়ী থানায় পৃথক দুটি মামলা করেছেন।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম হাবিব হামলা ও মামলার বিষয় নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এমদাদুল হক মিলন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।