ধানের বস্তায় মিললো ফেনসিডিল!
দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের বস্তার মধ্যে ফেনসিডিল পাচার করতে গিয়ে ১২৫ বোতল ফেনসিডিলসহ নুর আলম নুরী (৩০) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে উপজেলার মাদিলাহাট বাজার থেকে তিন বস্তা ধান ও ফেনসিডিলসহ ভ্যানচালককে গ্রেফতার করা হয়। গ্রেফতার ভ্যানচালক নুর আলম নুরী পার্বতীপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
এই ঘটনায় ফুলবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই শাহ আলম বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসীম হাবীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদিলাহাট বাজারে ধানের বস্তা বহনকারী ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় ধানের বস্তার ভেতর লুকিয়ে রাখা ১২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
এমদাদুল হক মিলন/এএম/জেআইএম