নিজের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানালো ওরা


প্রকাশিত: ০১:২৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

প্রতিবন্ধী শিশুরা কেউ দেখেনি গৌরবের সেই ভাষা আন্দোলন। তারপরও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের আয়োজনের অংশ হতে পেরে তারা মহাখুশী। শোক আর প্রাপ্তির গৌরবকে শ্রদ্ধায় স্মরণ করেছে ঠাকুরগাঁওয়ের একতা প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে স্কুলে নিজের তৈরি কলা গাছের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে তারা।

পরে ঠাকুরগাঁও সদর উপজেলা চুনিহারী একতা প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা ভাষা শহীদদের স্মরণে একটি বর্ণাঢ্য শোক র‌্যালি বের করে। র‌্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল চত্বরে এসে শেষ হয়।

Protibondi

পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক তারিকুল ইসলাম, একতা প্রতিবন্ধী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, পরিচালক আমিরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করে শিক্ষার্থীদের কাছে ভাষার তাৎপর্য তুলে ধরেন।

মো: রবিউল এহসান রিপন/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।