ভান্ডারিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব পশারীবুনিয়ায় ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রদীপ মৃধা (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে গ্রেফতার প্রদীপ মৃধাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা করেন। মঙ্গলবার রাতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। পিরোজপুর সদর হাসপাতালে বুধবার দুপুরে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে ওই ছাত্রীকে ধর্ষণ করে প্রদীপ। এ সময় ছাত্রীর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়।
ধর্ষণের ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রদীপ মৃধাকে আসামি করে মামলা করেছেন। মামলার পর মঙ্গলবার রাতে পূর্ব পশারীবুনিয়া গ্রাম থেকে ধর্ষক প্রদীপকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভান্ডারিয়া থানা পুলিশের এসআই মো. এনামুল হক সহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষককে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
হাসান মামুন/এএম/আরআইপি