দায়িত্বে অবহেলার অভিযোগ ৮ শিক্ষককে অব্যাহতি
পিরোজপুরের স্বরূপকাঠিতে এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলার দায়ে শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় উপ-কেন্দ্রের হল সুপার মো. লিয়াকত আলী হাওলাদারকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির আহমেদ আদালত পরিচালনা করে তাকে দণ্ডায়িত করেন। সেই সঙ্গে দায়িত্ব অবহেলার দায়ে ৮ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়।
বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির আহমেদ ওই কেন্দ্রে পরিদর্শনে গেলে বিভিন্ন কক্ষে পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন সেট বিতরণের অনিয়ম দেখতে পান।
অব্যাহতি পাওয়া আটক শিক্ষক হলেন, শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হ্যাপি রানী মন্ডল, অসীম হালদার, পিন্টু হালদার, সিদ্ধার্থ সিকদার, অর্চনা রানী, মো. সামসুল হক।
সেই সঙ্গে দৈহারী ইউ আর কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাফিজুর রহমান ও ঠাকুর হাওলা আমতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরুণ কান্তি মন্ডলকেও পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
এ বিষয়ে সহকারী কেন্দ্র সচিব নির্মল চন্দ্র ঢালী জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে এসব শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
হাসান মামুন/এএম/আরআইপি