নোয়াখালীতে গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০১ মার্চ ২০১৭

নোয়াখালীর সোনাইমুড়ীতে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো, ফজলুল হক ও আয়েশা বেগম। তাদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার আন্দনপুর।

সোনাইমুড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিকেলে বাইপাস এলাকা থেকে ফজলুল হক ও আয়েশা বেগমকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকদের বিরেুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

মিজানুর রহমান/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।