মঠবাড়িয়ায় শিক্ষক-পরীক্ষার্থীর কারাদণ্ড


প্রকাশিত: ০২:২৬ এএম, ০৩ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে শিক্ষক মো. শহিদুল ইসলাম (৩০) ও মহসিন হাওলাদার নামে এক পরীক্ষার্থীকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফরিদ উদ্দিন বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ কারাদণ্ডাদেশ দেন।

এতে অভিযুক্ত শিক্ষক মো. শহিদুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পরীক্ষার্থী মহসিন হাওলাদারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সেইসঙ্গে দণ্ডিত পরীক্ষার্থীর খাতা জব্দ করে তাকে বহিষ্কার করা হয়।

দণ্ডিত স্কুল শিক্ষক শহিদুল ইসলাম উপজেলার সাপলেজা ইউনিয়নের হোপলপাতি গ্রামের মো. সুলতান মাহমুদের ছেলে এবং পরীক্ষার্থী মো. মহসিন একই ইউনিয়নের ভাইজোরা গ্রামের মো. নূর হোসেন হাওলাদারের ছেলে।

থানা ও স্কুল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার শেষ দিনে স্থানীয় সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে হিসাব বিজ্ঞান পরীক্ষায় স্থানীয় ভাইজোড়া জিকেএইচ মাধ্যমিক বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের ছাত্র মহসিন মিয়াকে ওই বিদ্যালয়ের শিক্ষক মো. শহিদুল ইসলাম নকল সরবরাহ করেন।

এসময় ওই পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাতেনাতে শিক্ষক ও পরীক্ষার্থীকে ডেকে নিয়ে পরীক্ষার উত্তরপত্র ও প্রশ্নপত্র জব্দ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফরিদ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শিক্ষক ও পরীক্ষার্থীর কারাদণ্ড দেন।

হাসান মামুন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।