ঠাকুরগাঁওয়ে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত: ০৬:৩২ এএম, ০৩ মার্চ ২০১৭

ঠাকুরগাঁওয়ে একশ বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ হাটপাড়া এলাকা থেকে দুই ফেনসিডিল ব্যবসায়ী ও শহরের রোড রেল স্টেশনের কাছ থেকে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন, পীরগঞ্জ হাটপাড়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে আবু সুফিয়ান কাইয়ূম (৫০), বালিয়াডাঙ্গি পরাদর্শীপাড়া গ্রামের মংলুর ছেলে রশিদুল ইসলাম (২৯) ও ঠাকুরগাঁও রোড এলাকার মৃত মর্তুজা আলীর ছেলে মাহফুজ (৩৮)।

ডিবি পুলিশ জানায়, পীরগঞ্জ উপজেলার হাটপাড়া এলাকার আবু সুফিয়ান দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুর আলমের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার ফেনসিডিল ব্যবসায়ী সুফিয়ান ও রশিদুলকে ১শ বোতল ফেনসিডিলসহ আটক করে ডিবি পুলিশ।

অপরদিকে ঠাকুরগাঁও শহরের রোড রেল স্টেশনের কাছ থেকে ১০ পিচ ইয়াবাসহ মাহফুজ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযানে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হয়েছে। গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

রবিউল এহসান রিপন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।