হুলারহাট বন্দরে ১০ দোকান ভস্মীভূত
পিরোজপুরের হুলারহাট বন্দরে অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত হয়েছে।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বন্দরের স্টিমার ঘাট সংলগ্ন কোনো একটি দোকান থেকে বৈদ্যুতিক সর্টশার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কাঞ্চন আলী মৃধা বিষয়টি নিশ্চিত করেন।
তবে কার দোকান থেকে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। আগুনের খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৬ লাখ টাকা। তবে ব্যবসায়ীরা দাবি করছেন ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকা।
হাসান মামুন/এফএ/এমএস