ভান্ডারিয়ায় কৃষককে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০৬ মার্চ ২০১৭

পিরোজপুরের ভান্ডারিয়ায় জালাল হাওলাদার (৫০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামের মৃত আব্দুল কাদের হাওলাদারের ছেলে।

জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাড়ির অদূরে মাঠ থেকে গরু আনতে যান। এসময় দুর্বৃত্তরা তার বুকের বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে তাকে উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক মো. ফখরুল ইসলাম মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।

ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরেদহটি দেখে এসেছি। হত্যার কারণ জানতে নিহতের স্ত্রী, মেয়ে ও স্বজনদের সঙ্গে কথা বলেছি।

এদিকে নিহতের স্ত্রী পারুল বেগম জাগো নিউজকে জানান, আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার স্বামী জানিয়েছে জাহাঙ্গীর ও তার ছেলে মারুফ তাকে কুপিয়েছে।

হাসান মামুন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।