ছাত্রী ধর্ষণের সহযোগীকে চাকরিচ্যুত করার দাবি


প্রকাশিত: ১০:০৫ এএম, ০৭ মার্চ ২০১৭

বান্দরবানের আলীকদম আবাসিক উচ্চবিদ্যালয়ে এক স্কুলছাত্রী ধর্ষণের সহযোগী ও ইভটিজিংকারীর এক কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনে মানববন্ধন করেছে আলিকদম আবাসিক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় জড়িতদের চাকরিচ্যুত করার দাবি জানানো হয়।

মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন করেন। এ সময় হাতে লেখা রঙবেরঙের বিভিন্ন ধরনের ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন অর্ধশতাধিক শিক্ষার্থী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ত্রিপুরা ছাত্র সংগঠনের সভাপতি লাভে ত্রিপুর, ম্রো ছাত্র সংগঠনের সভাপতি অংলা ম্রো, বিএমসি সভাপতি অংখৈও প্রমুখ।

বক্তারা বলেন, ওই বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছে। এছাড়া গত মাসের ১২ ফেব্রুয়ারি আবাসিক উচ্চবিদ্যালয়ে এক ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী কিশোরী ওই শিক্ষকের সহযোগিতায় ধর্ষিত হয়। এই সময় বক্তারা শিক্ষককে চাকরিচ্যুতির দাবি জানান। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সৈকত দাশ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।