কঁচা নদীতে ৭৬ হাজার মিটার জাল জব্দ


প্রকাশিত: ০৮:৩৬ এএম, ০৮ মার্চ ২০১৭

পিরোজপুরের খরস্রোতা কঁচা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ৭৬ হাজার মিটার জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দকৃত জালের মূল্য আনুমানিক ৩২ লাখ টাকা।

বুধবার জেলা মৎস্য কর্মকর্তাদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

জব্দকৃত জালের মধ্যে বিপুল পরিমাণ কারেন্ট জাল, ১৫টি বড় আকারের বেহুন্দী জাল, চারটি চরগড়া জাল ও সাতটি জগৎবের জাল রয়েছে।

জেলা সিনিয়র মৎস কর্মকর্তা তপন কুমার বেপারী বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে কিছু কিছু জাল দিয়ে মাছ ধরা নিষেধ। আর কারেন্ট জাল সব সময়েই নিষিদ্ধ।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাশের উপস্থিতিতে জালগুলো কঁচা নদীর বেকুটিয়া ফেরিঘাট সংলগ্ন মাঠে পুড়িয়ে ফেলা হয়েছে।

হাসান মামুন/এফএ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।