করিমগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত


প্রকাশিত: ০৯:২৪ এএম, ০৮ মার্চ ২০১৭

কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাকের চাপায় ফয়সাল (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার দুপুর ১২টা দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল জাফরাবাদ বাদেশ্রীরামপুর গ্রামের রফিক মিয়ার ছেলে। সে স্থানীয় মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রাক জাফরাবাদ ইউনিয়নের বাদেশ্রীরামপুর মহব্বতপুর এলাকায় শিশুটিকে বাড়ির সামনের রাস্তায় চাপা দিলে সে গুরুতর আহত হয়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে কিশোরগঞ্জ জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ চালকসহ ট্রাকটি আটক করেছে।

নূর মোহাম্মদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।