জাতীয় বিশ্ববিদ্যালয়ে সোনালী ব্যাংকের বুথ উদ্বোধন


প্রকাশিত: ০১:২০ পিএম, ১২ এপ্রিল ২০১৫

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সোনালী ব্যাংক লিমিটেডের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর উদ্বোধন করেন ।

এ উপলক্ষে একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এ এইচ এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, জেনারেল ম্যানেজার আমিন উদ্দিন আহমেদ, ডেপুটি জেনারেল ম্যানেজার বাদল চন্দ্র সাহা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের সর্ববৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয় ও সোনালী ব্যাংক সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক। উভয় প্রতিষ্ঠান সেবার ক্ষেত্রে  গ্রাহক সেবা সহজতর, স্বচ্ছ ও সময় সাশ্রয়ী  করার লক্ষ্যে তথ্য প্রযুক্তি অবলম্বনে ইতোমধ্যে যে সব পদক্ষেপ গ্রহণ করেছে, এটিএম বুথ স্থাপন এরই ধারাবাহিকতায় সম্পন্ন হলো। পরে প্রধান অতিথি ফিতা কেটে এটিএম বুথের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আসলাম ভূঁইয়া, উপ-উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, ট্রেজারার প্রফেসর মো. নোমান উর রশীদ, রেজিস্ট্রার, পরিচালক, অর্থ ও হিসাব, এবং শিক্ষকসহ বিপুল সংখ্যক কর্মকর্তা ও অন্যান্য সদস্যবৃন্দ।

এসএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।