‘ভোট বেচা-কেনার সংস্কৃতি বন্ধ হলে দেশ এগিয়ে যাবে’


প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১২ মার্চ ২০১৭

নির্বাচনে ভোট বেচা-কেনার সংস্কৃতি বন্ধ হলে দেশ অনেক এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার সন্ধ্যা ৬টার দিকে মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজ মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, ভোট কিনে জনসেবা করার প্রয়োজন নেই। মন্ত্রীরা দুর্নীতি না করলে তার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাও দুর্নীতি করার সাহস পাবে না।

এসময় জনপ্রতিনিধিদের জনগণের প্রকৃত বন্ধু হয়ে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

নূর মোহাম্মদ/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।