ঝিনাইদহে অস্ত্রসহ দুইজন আটক


প্রকাশিত: ০৬:০৪ এএম, ১৩ মার্চ ২০১৭

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। সোমবার ভোরে শহরের বাস টার্মিনাল থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের জাফর মিয়ার ছেলে আব্দুল হালিম ও একই গ্রামের খায়রুল বাশারের ছেলে মাজেদুল ইসলাম।
 
ঝিনাইদহ র‌্যাবের অধিনায়ক মেজর মো. মনির আহমেদ জানান, শহরের বাস টার্মিনালে অভিাযান চালিয়ে সেখান থেকে আব্দুল হালিম ও মাজেদুল ইসলাম নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড পিস্তলের গুলি ও পাঁচটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

আটকরা সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।